সিরিয়ায় ফ্রান্সের বিমান হামলা শুরু
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। আজ রোববার স্থানীয় সময় সকালে এ হামলা চালানো হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ দিন ধরে তারা শত্রুর অবস্থান চিহ্নিত করতে অভিযান চালায়। এর পর হামলা চালানো হয়।
বিবৃতিতে জানানো হয়, ওই অঞ্চলের সহযোগী রাষ্ট্রসমূহের সহায়তায় ফ্রান্স এ হামলার সমন্বয় করছে। এর আগে ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালায় ফ্রান্সের বিমান।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আইএসের সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলায় আমাদের দেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। যখনই আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবে, আমরা হামলা চালাব।’
চলতি মাসের শুরুতে ফ্রাঁসোয়া ওলাঁদ ঘোষণা দেন, সিরিয়ায় তিনি বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি যখন এ কথা বলেন, তখন সন্ত্রাসীরা ফ্রান্স ও সিরিয়ায় হামলার প্রস্তুতি নিচ্ছিল।
এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়া ও ইরাকে হামলা চালাচ্ছে।