সৌদি আরবের ক্ষমা চাওয়া উচিত : খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মিনায় হাজিদের মৃত্যুর দায় স্বীকার করে মুসলিম বিশ্ব ও নিহতদের পরিবারের কাছে সৌদি আরবের ক্ষমা চাওয়া উচিত।
আজ রোববার দুপুরে খামেনির ওয়েবসাইটে তাঁর এ মন্তব্য প্রকাশ করা হয়। এর আগে গত শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পদপিষ্ট ও ক্রেন ভেঙে হাজিদের নিহত হওয়ার ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছিলেন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মন্তব্যের পর হতাহতের ঘটনাকে কেন্দ্র করে দেশটি রাজনৈতিক খেলায় নেমেছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, ‘বেদনাদায়ক এই ঘটনা নিয়ে ইরানের রাজনীতি করা বন্ধ করা উচিত।’
হজের আনুষ্ঠানিকতা চলাকালে গত বৃহস্পতিবার মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়ে ফেরার পথে পদদলিত হয়ে ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হওয়ার কথা জানিয়েছে সৌদি সরকার। তবে ঘটনার পর ইরানের বার্তা সংস্থা ফারস দাবি করে, দুই হাজারেরও বেশি হাজি নিহত হয়েছেন। এঁদের মধ্যে ১৪৪ জন ইরানি নিহত ও আরো ৩০০ জন নিখোঁজ রয়েছেন।
পবিত্র হজভূমিতে দীর্ঘ ২৫ বছরে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা উল্লেখ করে ওয়েবসাইটে খামেনি বলেন, এই ঘটনাটি ভুলে যাওয়া যাবে না এবং গুরুত্ব দিয়ে এ ব্যাপারে লেগে থাকা উচিত। সৌদিদের এ বিষয়ে দায়দায়িত্ব স্বীকার করে মুসলিমদের ও হতাহতদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত।