রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা পার্লামেন্টের
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন পার্লামেন্টের সদস্যরা।
আজ বুধবার সকালে ২২৫ সদস্যের পার্লামেন্টে রাজাপক্ষের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছে বলে জানিয়ে অনাস্থা বিল পাস করেছেন স্পিকার কারু জয়সুরিয়া। স্পিকার বলেছেন, ‘আমি ঘোষণা করছি, জাতীয় সংসদ (রাজাপক্ষের) সরকারে অনাস্থা জানিয়েছে।’
বার্তা সংস্থা রয়টার্সকে শ্রীলঙ্কার বিরোধী দলের নেতা আর সাম্বানথান জানান, সংসদ অধিবেশন চলাকালে একটি বিরোধী দলের পক্ষ থেকে আবেদন জানানো হলে মৌখিক ভোটে অনাস্থা প্রকাশ করেন সদস্যরা।
এর আগে গতকাল মঙ্গলবার সংসদ ভেঙে দিয়ে প্রেসিডেন্টের আগাম ভোটের তারিখ ঘোষণাকে স্থগিত করে দেন দেশটির সুপ্রিম কোর্ট।
গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা।
এরপর সংসদও স্থগিত ঘোষণা করেন তিনি। পরে স্থগিতাদেশ বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন সিরিসেনা।