আল-আকসা মসজিদে আবার সংঘর্ষ
ইসরায়েলের পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের আবার সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার সকালে মসজিদ চত্বরে এ সংঘর্ষ হয়। এর আগে গতকাল রোববারও মুসলিমদের কাছে পবিত্র এই মসজিদে ঢুকে আক্রমণ চালায় ইসরায়েলি পুলিশ। একদিন আগের ওই সংঘর্ষের পর মসজিদ কম্পাউন্ডে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বিবিসি জানিয়েছে, আজ দুপুরে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশ প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইসরায়েলি পুলিশের দাবি, ‘দাঙ্গা দমন’ করতেই তারা চত্বরে প্রবেশ করেছিল। তবে প্রাথমিক একটি সংঘর্ষের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়ে এসেছে বলে দাবি ইসরায়েলের। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও স্ট্যান গ্রেনেড ছোড়ে। আর পুলিশের ওপর পাথর ও আতশবাজি ছোড়ে ফিলিস্তিনিরা। এ ঘটনায় আটজন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে দাবি ফিলিস্তিনিদের।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামনের সপ্তাহে ইহুদিদের সুক্কোত উৎসবের ছুটি উদযাপনের সময় এই ‘অনুপ্রবেশকে’ কেন্দ্র করে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মুসলমানদের জন্য ধর্মীয়ভাবে তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিদের কাছেও ‘টেম্পেল মাউন্ট’ নামে পরিচিত মসজিদটি একটি পবিত্র স্থান। মুসলমান ও ইহুদি উভয় সম্প্রদায়ের এই মসজিদে ঢোকার অনুমতি রয়েছে। তবে উত্তেজনা এড়াতে ইহুদিদের ‘টেম্পেল মাউন্টে’ প্রার্থনা করার অনুমতি নেই।