রাজাপক্ষের বরাদ্দ বন্ধ করল শ্রীলংকার সংসদ
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষের দাপ্তরিক বরাদ্দ কেটে নেওয়ার একটি প্রস্তাব দেশটির সংসদে পাস হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য থাকা আর্থিক বরাদ্দ কেটে নেওয়ার ওই বিলটি পাস হয়।
পদচ্যুত প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের সমর্থক সাংসদরা পার্লামেন্টে ওই প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার প্রস্তাবের সপক্ষে অনুমোদন চাইলে কণ্ঠভোটে তা পাস হয়।
অন্য সব মন্ত্রণালয়ের বরাদ্দ কেটে নেওয়ার জন্য আজ শুক্রবার আর একটি প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে জানান রাজাপক্ষের বিরোধী এক সাংসদ।
এদিকে রাজাপক্ষের সমর্থকরা ওই প্রস্তাবের প্রতিবাদে সংসদ অধিবেশন বর্জন করেন এবং একে অবৈধ বলে দাবি করেন। স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।