ফিলিস্তিনের পতাকা উড়ছে জাতিসংঘে
পর্যবেক্ষক দেশ হিসেবে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হয়েছে জাতিসংঘ সদর দপ্তরে। গত মাসে জাতিসংঘে পতাকা উত্তোলনের সিদ্ধান্তে সদস্য দেশগুলোর সমর্থনের পর গতকাল বুধবার দেশটির পতাকা ওড়ানো হয়। গত মাসে জাতিসংঘে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর প্রস্তাবটিতে তুমুল বিরোধিতা করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে মহাসচিব বলেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটাই সামনে এলো- ফিলিস্তিন রাষ্ট্র গঠন অসম্ভব কোনো কল্পনা নয়।
গতকালই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তাঁর বক্তব্যের পর স্থানীয় সময় দুপুর ১টার দিকে নিউইয়র্কের রোজ গার্ডেনে পতাকা ওড়ানো হয় বলে জানিয়েছে রয়টার্স। পতাকা ওড়ানোর মুহূর্তটিতে আব্বাস এ অর্জন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সকল শহীদের প্রতি উৎসর্গ করেন।
ফিলিস্তিনের রামাল্লা ও পশ্চিম তীরের ইয়াসির আরাফাত স্কয়ারে বড় স্ক্রিনে পতাকা উত্তোলনের এই দৃশ্যটি চাক্ষুস করেছেন হাজারো ফিলিস্তিনি। সে সময় আবেগে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে এই অর্জন উদযাপন করেন বলে জানিয়েছে রয়টার্স।
গত ৪ সেপ্টেম্বরের জাতিসংঘে ফিলিস্তিন ও ভ্যাটিকানের পতাকা ওড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া আরো ছয়টি দেশ ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল। এরপর সংখ্যাগরিষ্ঠ হিসেবে ১৪৫ ভোটে প্রস্তাবটি পাস হয়। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল।