ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের সুলাওয়েসি প্রদেশে ১০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বেসরকারি বিমান কোম্পানি মানডালা এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান এটি।
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জুলিয়াস বারতা জানান, আজ শুক্রবার সুলাওয়েসি প্রদেশের মাসাম্বা থেকে ওড়ার ২৫ মিনিট পর নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। বিমাটিতে দুজন চালক, একজন বিমানবালা ও সাতজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বিকেলে ৫টা পর্যন্ত বিমানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে অনুসন্ধান ও উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জুলিয়াস বারতা।