ফেসবুক ও ইনস্টাগ্রাম বিশ্বজুড়ে এক ঘণ্টা বন্ধ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ছবি আদান-প্রদানের মাধ্যম ইনস্টাগ্রাম আজ দুপুরে এক ঘণ্টা বন্ধ থাকে। বিশ্বজুড়েই এমন অবস্থা দেখা যায়। ফেসবুক, ইনস্টাগ্রামসহ কয়েকটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হ্যাকের দাবি করেছে লিজার্ড স্কোয়াড নামের একটি হ্যাকিং গ্রুপ। তবে অনেক বিশেষজ্ঞের দাবি, যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে প্রবল তুষারপাতের কারণেই এমনটি ঘটেছে।
যুক্তরাজ্যের ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’–এর প্রতিবেদনে বলা হয়, মার্ক জুকারবার্গের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে বন্ধ থাকার কোনো কারণ এখনো জানানো হয়নি। মাইস্পেস, টিনডারসহ আরো কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে।
বন্ধ থাকা অবস্থায় ফেসবুকের ওয়েবপেজে গেলে একটি বার্তা দেখায়, ‘দুঃখিত, কিছু একটা সমস্যা হয়েছে। আমরা এটি সমাধানে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব এটি ঠিক করা হবে।’ এ ছাড়া কিছু ক্ষেত্রে বার্তা দেখায়, ‘সারভার পাওয়া যাচ্ছে না।’
বন্ধ থাকা অবস্থায় ইনস্টাগ্রামের পক্ষ থেকে এক টুইটারবার্তায় জানানো হয়, তারা ওয়েবপেজ না পাওয়ার বিষয়টি সম্পর্কে অবগত আছে এবং সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। সেখানে ব্যবহারকারীদের ধৈর্য ধরতে বলা হয়।
আজ সকালে লিজার্ড স্কোয়াড এক টুইটারবার্তায় ফেসবুক, ইনস্টাগ্রামসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দাবি করে। তবে এ ব্যাপারে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। গতকাল সোমবার তারা মালয়েশিয়া এয়ারলাইনের ওয়েবসাইট হ্যাকের দাবি করে। ওই ওয়েবসাইটের প্রথম পাতায় একটি ব্যাঙের ছবির সঙ্গে বার্তা লেখা ছিল, ‘৪০৪ প্লেনটি খুঁজে পাওয়া যায়নি।’ এর আগে গত মাসে তারা সনি প্লেস্টেশন ও মাইক্রোসফটের এক্সবক্স নেটওয়ার্কে হামলা চালায়।
অনেক বিশেষজ্ঞ মনে করেন, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রবল তুষারঝড়ের কারণে ফেসবুকের সারভারে সমস্যা দেখা দিয়েছে।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অঞ্চলগুলো প্রবল তুষারপাতে বিপর্যস্ত। নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, রোডস অ্যাইল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাটসহ অনেক স্থানে এরই মধ্যে ৩৫ সেন্টিমিটার তুষার জমেছে। এসব অঞ্চলেই ফেসবুকের মূল সারভারগুলো অবস্থিত। তবে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ফেসবুকের প্রধান দপ্তরে কোনো ক্ষতি হয়নি।
গত বছর সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ১২৫ কোটি। আর ইনস্টাগ্রামের ব্যবহারকারী ৩০ কোটি। দুটি যোগাযোগমাধ্যমে প্রতিদিন গড়ে সাত কোটি ছবি ওঠানো হয়।
ফেসবুক ও ইনস্টাগ্রামে হামলা অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এর মধ্যেই টুইটারে ‘#ফেসবুকডাউন’ ও ‘#সোশ্যালমেল্টডাউন২০১৫’ এ দুটি হ্যাশট্যাগ ব্যবহার হচ্ছে।
ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ নিয়ে টুইটারে অনেক মন্তব্যই ছিল ব্যঙ্গাত্মক। জিনো কুইলামোর নামে একজন লেখেন, এখন ফেসবুক বন্ধ। তাঁর জানার ইচ্ছা মানুষ প্রকৃত জীবন কীভাবে কাটাচ্ছে।