নতুন বছরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহী কিম
চলতি বছরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত নববর্ষের শুভেচ্ছাবার্তায় কিম এ আগ্রহের কথা জানান। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
কিম জানান, ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য সব সময়ই প্রস্তুত তিনি। ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য এ আলোচনার ফলকে ইতিবাচকভাবে বিশ্বসম্প্রদায় স্বাগত জানাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে নিষেধাজ্ঞা চাপিয়ে উত্তর কোরিয়ার ধৈর্য পরীক্ষা না নেওয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দিয়ে এই নেতা বলেন, ‘ওয়াশিংটন যদি কথার বরখেলাপ করে অবিবেচকের মতো নিষেধাজ্ঞা এবং চাপ বাড়াতে থাকে, পিয়ংইয়ংও সে ক্ষেত্রে ভিন্নপথ বেছে নেবে।’