‘শর্ত মেনেই সিরিয়া ছাড়বে যুক্তরাষ্ট্র’
কিছু শর্ত মেনে তবেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ইসরায়েল ও তুরস্ক সফরে গিয়ে এ কথা বলেন তিনি।
সিরিয়া প্রসঙ্গে জন বোল্টন আরো বলেন, সেখান থেকে সেনাদের ফিরিয়ে আনার বিষয়টি এখন কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। এ ছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত কুর্দিরা যাতে নিরাপদে থাকতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য তুর্কি সরকারের দৃষ্টিতে আনেন।
একই সঙ্গে তথাকথিত ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করার বিষয়টিও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
সপ্তাহ দুয়েক আগে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে সবার সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।