শান্তিতে নোবেল পাচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল!
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। জার্মান সংবাদপত্র বিল্ডের খবরের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ান লিখেছে, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা দুর্গত শরণার্থীদের ব্যাপারে গোটা ইউরোপ যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন মানবতার পক্ষে দাঁড়িয়েছিলেন একমাত্র তিনি।
শরণার্থীদের জন্য নিজ দেশের দরজা খুলে দেওয়ার সাহসী সিদ্ধান্তটি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, সে কারণে মেরকেলের নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছে সংবাদপত্রটি। এ ছাড়া ইউক্রেন ও শরণার্থী সমস্যা মোকাবিলায় তাঁর পদক্ষেপগুলো তাঁকে এ পুরস্কার পেতে সহায়তা করবে বলে ধারণা অনেকেরই।
নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে শীর্ষস্থানীয় বিশ্লেষক নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এ বছরের পুরস্কারের জন্য অন্যতম দাবিদার হিসেবে ৬১ বছর বয়সী মেরকেলের নাম বলার একদিন পর বিল্ড এ তথ্য প্রকাশ করে। পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায়ও জার্মান চ্যান্সেলরের নাম রয়েছে বলে জানিয়েছে সুইডেনে রয়্যাল সুইডিশ একাডেমি অব পিস।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল সোমবার চিকিৎসাশাস্ত্রের মধ্য দিয়ে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। আজ পদার্থবিদ্যায় নোবেল ঘোষণার পর আগামীকাল বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তাঁর উপার্জিত অর্থ মানবকল্যাণে বিভিন্ন অবদানে পুরস্কার প্রদানের জন্য একটি উইল করে যান। এরপর গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়। শাখাগুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি।
এরপর ১৯০১ সাল থেকে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অসামান্য অবদানের জন্য পুরস্কার দিয়ে আসছে নোবেল কমিটি। সুইডেনের রাজধানী স্টকহোমে বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা ও দেওয়া হয়। আর নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হয় শান্তিতে নোবেল পুরস্কার।
নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮০ লাখ সুইডিশ ক্রোনার। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।