হিজাবে অ্যাঙ্গেলা মেরকেল!
চুল ঢেকে আছে হিজাবে। কেবল হিজাব নয় শরীরে শোভা পাচ্ছে বোরকা। দেখাচ্ছে একদম মুসলমান নারীদের মতো। কিন্তু মুখটা ভালো করে খেয়াল করলেই চমকে উঠবেন, একি ইনি তো অ্যাঙ্গেলা মের্কেল! জার্মানির চ্যান্সেলর।
ছবির কাহিনী এখানেই শেষ নয়। মের্কেলের পেছনে খেয়াল করলেই দেখা যাবে মসজিদের ছবি।
সংবাদমাধ্যম বিবিসি ও দ্য নেশন জানিয়েছে, জার্মান টিভি চ্যানেল এআরডিতে প্রচারিত হয়েছে এ ছবি। এর পরই শুরু হয় সমালোচনা। চ্যানেলটি জানিয়েছে ছবিটি সাজানো হয়েছে। এআরডির পক্ষ থেকে বলা হয়েছে গ্রাফিক্সটি করা হয়েছে, ‘মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য।’
চ্যানেলটি নিজের ফেসবুকে লিখেছে, ‘সমালোচনাকে আমরা স্বাগত জানাই। তবে এ নিয়ে ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত।’ ওই বিবৃতিতে চ্যানেলটি আরো বলেছে, বিদ্রুপাত্বক এ গ্রাফিক্স আমাদের পশ্চিমা সমাজের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাম্যের প্রতিফলন।
কিন্তু দর্শক শ্রোতারা বিষয়টি ভালোভাবে নেয়নি। দর্শকরা মন্তব্য করেছেন, ‘বিষয়টি উদ্দেশ্যমূলক। বিষয়টি ভয়াবহ।’ মন্তব্যকারীদের অনেকে এ ছবির সঙ্গে জার্মানের অভিবাসীবিরোধীদের প্ল্যাকার্ডের ছবির মিল পেয়েছেন বলে দাবি করেছেন। অভিবাসীবিরোধী আন্দোলনকারীরাও মের্কেলের এ ধরনের ছবি প্ল্যাকার্ডে ব্যবহার করেন।
টিভি চ্যানেলে মের্কেলের ছবিটি এমন সময় প্রকাশিত হলো, যখন সিরিয়াসহ বিভিন্ন দেশের অভিবাসী প্রত্যাশীরা জার্মানির উদ্দেশে সাগর পাড়ি দিচ্ছে। বলা হচ্ছে চলতি বছর আট লাখ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী জার্মানিতে ঠাঁই নেবে।