ওবামার শিরশ্ছেদের হুমকি দিল ১০ বছরের শিশু
এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিভিন্নভাবে বহুবার হত্যার হুমকি দিয়েছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। কিন্তু আগেরগুলোর তুলনায় এবারের হুমকিটি একটু চমকপ্রদই বটে।
ওবামাকে হুমকি দিয়ে প্রকাশ করা এবারের ভিডিওতে দেখা গেছে, হাতে গ্রেনেড লঞ্চার নিয়ে ওবামার শিরশ্ছেদের হুমকি দিচ্ছে সামরিক পোশাক পরা বছর দশেকের এক শিশু। আইএসের ওয়েবসাইট ফেদাইন ডটকমে গতকাল বুধবার ভিডিওটি আপলোড করা হয় বলে জানিয়েছে টেলিগ্রাফ।
ভিডিওটি আরবি ভাষার হলেও নিচে স্ক্রলে ইংরেজিতে ভাষান্তর করে দেওয়া আছে। সেখান থেকে প্রাপ্ত তথ্য অনুবাদে দেখা গেছে, প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘রোমের কুকুর’ বলে বক্তব্য শুরু করেছে শিশুটি। ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নাবালক জঙ্গির হুমকি, ‘তুমি যদি ভাব, আইএসের এলাকায় তোমার সেনা পা রাখতে পারবে, তাহলে স্বপ্ন দেখছ। খলিফার ভূমিকে দূষিত হতে দেব না আমরা। আর যদি ভুলেও এই দিকে পা বাড়াও তাহলে তোমাদের জমিতেও পা রাখতে বেশি সময় লাগবে না আইএসের। তখন তুমি অবশ্য এসব দেখবে না, কারণ তোমার মাথা তখন মাটিতে গড়াগড়ি খাবে।’
আইএসের বিরুদ্ধে যৌথ অভিযানে এখন পর্যন্ত ১৬টি ঘাঁটিতে হামলা করেছে যুক্তরাষ্ট্রস অন্য দেশগুলো। তবে শুধু আমেরিকা বা সহযোগী দেশ নয়, সম্প্রতি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হানা শুরু করেছে রাশিয়াও।