শান্তিতে নোবেলের জন্য মেরকেলই এগিয়ে
নোবেল পুরস্কারের অন্যতম আলোচিত বিভাগ ‘শান্তিতে নোবেল’ ঘোষিত হবে আজ। চলতি বছর এই বিভাগে পুরস্কার নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আর পুরস্কারপ্রত্যাশীদের তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক জরিপে এই দাবি করা হয়েছে।
চলতি বছরের শান্তিতে নোবেলপ্রত্যাশীদের আরো আছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের অভিবাসী সংকট সমাধানে পদক্ষেপের জন্যই মূলত শান্তিতে নোবেলপ্রত্যাশীদের তালিকার শীর্ষে আছেন অ্যাঙ্গেলা মেরকেল। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য জোর ভূমিকা রাখায় তালিকায় স্থান পেয়েছেন পোপ ফ্রান্সিস। পরমাণু চুক্তি সম্পাদনের কারণে শান্তিতে নোবেলপ্রত্যাশীর তালিকায় জায়গা হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের। এ তালিকায় আরো আছেন কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজ। গণধর্ষণের শিকার আফ্রিকার নারীদের চিকিৎসায় তিনি বড় অবদান রেখেছেন। এ ছাড়া চলতি বছরের শান্তিতে নোবেলপ্রত্যাশীদের তালিকায় আরো আছেন উগান্ডার মানবাধিকারকর্মী ভিক্টর ওচহেন, ইরিত্রিয়ার খ্রিস্টান ধর্মযাজক মুসি জেরাই।
বরাবরের মতো এবারও শান্তিতে নোবেলের মনোনয়নপ্রাপ্তদের নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো শান্তিতে নোবেল কে পেতে পারেন, তা নিয়ে জরিপ ও বিশ্লেষণধর্মী সংবাদ ছাপছে। তবে এসব জল্পনার সব আবসান ঘটবে আজ কয়েক ঘণ্টার মধ্যেই।