ওয়ার্কার্স পার্টির বার্ষিকীতে উত্তর কোরিয়ার সমরাস্ত্র প্রদর্শন
সমরাস্ত্র প্রদর্শন ও বড় ধরনের প্যারেডসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
স্থানীয় সময় বিকেলে রাজধানী পিয়ংইয়ংয়ে সাঁজোয়া যানে করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হবে। সেখানে হাজার হাজার সৈন্য কুচকাওয়াজ করবেন। এ অনুষ্ঠানের নেতৃত্ব দিয়ে সৈন্যদের স্যালুট গ্রহণ করবেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
অনুষ্ঠানে উত্তর কোরিয়ার বন্ধুরাষ্ট্র চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে এ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। তখন দেশটির সরকার জানিয়েছিল, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রের সম্ভার রয়েছে।
উত্তর কোরিয়ার কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল শুক্রবার সারারাত বৃষ্টি হওয়ায় শনিবার অনুষ্ঠান শুরু হতে দেরি হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, সমরাস্ত্র প্রদর্শনসহ বড় ধরনের প্যারেড উত্তর কোরিয়ার সেনাবাহিনীর উন্নয়নকেই ইঙ্গিত করছে। এ ছাড়া এটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য এক সতর্ক সংকেত বলেই মনে করা হচ্ছে।