তুরস্কে মিছিলে বিস্ফোরণ, নিহত ৮৬
তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি মিছিলে দুটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০৭ জন। তুরস্কের সংবাদ সংস্থা দোগান জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার দুপুরে আঙ্কারার কেন্দ্রীয় রেলস্টেশনের কাছে কুর্দিশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বন্ধের দাবিতে এক মিছিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে বেশ কয়েকটি লাশ পড়ে থাকতে দেখা যায়।
বিবিসির খবরে বলা হয়েছে, আজ দুপুর ১২টার দিকে কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টিসহ (এইচডিপি) কয়েকটি রাজনৈতিক দল একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করে। সেখানেই দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত জুনে তুরস্কের সাধারণ নির্বাচনের আগে দিয়ারবাকির শহরে এইচডিপির মিছিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আগামী নভেম্বরে তুরস্কে দ্বিতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।