বিস্কুটের দাম সাড়ে নয় লাখ টাকা!
সোনা-রুপা বা অন্য কোনো মূল্যবান ধাতুর তৈরি নয় বিস্কুটটি। ময়দা ও পানির মিশ্রণে তৈরি বিস্কুটের দাম বাংলাদেশি মুদ্রায় সর্বনিম্ন সাড়ে নয় লাখ টাকা! যাঁরা কিনতে চান তাঁদের উদ্দেশে আরো একটি খবর দিয়ে রাখি। এই বিস্কুটটি কিনলেও খেতে পারবেন না আপনি। কারণ বিস্কুটটি ১০৩ বছরের পুরোনো!
কিন্তু বহু বছরের পুরোনো এই বিস্কুটটিকেই ধরা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বিস্কুট হিসেবে। কারণ ‘স্পিলারস অ্যান্ড বেকারস পাইলট’ নামে বিস্কুটটি যে ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ টাইটানিকের খাদ্যতালিকায় পরিবেশিত। টাইটানিক দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া জেমস ফেনউইক নামে একজনের কাছে ‘সুভেনির’ হিসেবে ছিল বিস্কুটটি।
এদিকে বিস্কুটটি নিলামে ওঠানো প্রতিষ্ঠান জানিয়েছে, আট হাজার ব্রিটিশ পাউন্ড থেকে শুরু হবে এর দাম। প্রতিষ্ঠানটি আশা করছে সর্বোচ্চ ১৩ হাজার ৬০০ পাউন্ড পর্যন্ত পাওয়া যেতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ২০ হাজার টাকার বেশি।
নিলাম প্রতিষ্ঠানটির এক মুখপত্রের বরাত দিয়ে দি ইনডিপেনডেন্ট জানায়, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ডুবে যাওয়ার ফলে এক হাজার ৫০০ জনের মতো মানুষ মারা যায়। আর এক নাটকীয় ঘটনা, ওই জাহাজের মেন্যুতে পরিবেশিত বিস্কুট অক্ষত থেকে যায়। এর আগে টাইটানিকের ‘দুপুরের খাবারের মেন্যু’ নিলামে ৮৬ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।