রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক?
রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। বিমানটি তুরস্কের সীমানায় ঢুকে পড়ায় তুরস্ক এই পদক্ষেপ নেয়। কয়েকটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের সাময়িকী ডেইলি স্টার আজ এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে তুমুল আলোচনা শোনা গেলেও রাশিয়া ও তুরস্ক এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যুক্তরাজ্যের ডেইলি স্টার জানিয়েছে, উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের কাছে হুরায়তান নামক স্থানের আকাশে কয়েকটি যুদ্ধবিমান উড়ছিল। ওই সময় বড় আকারে বিস্ফোরণ দেখা যায়।
স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, তুরস্কের তিনটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়ায় রাশিয়ার একটি মিগ-২৯ বিমান।
ডেইলি স্টারের পক্ষ থেকে তুরস্ক সরকার ও রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও বিমান ভূপাতিত করার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিমান ভূপাতিত করার খবর এমন সময়ে এলো, যখন সিরিয়ায় বোমাবর্ষণ করতে গিয়ে তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়া নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নেতাদের সঙ্গে পুতিনের টানাপড়েন চলছে।
সম্প্রতি রাশিয়ার একটি যুদ্ধবিমান সীমান্ত পেরিয়ে তুরস্কের হাতাই আকাশসীমায় ঢুকে পড়ে। তুরস্কের দুটি এফ-১৬ বিমান রাশিয়ার বিমানকে দেশের সীমানা থেকে বের করে দেয়। ওই ঘটনা বিশ্বের সংবাদমাধ্যমে বেশ আলোচিত হয়। তবে রাশিয়া বরাবরই দাবি করে আসছে এটি ভুলক্রমে ঘটেছে। তবে ওই সময় রাশিয়াকে সতর্ক কর তুরস্ক হুমকি দেয়, পরবর্তীকালে এমন ঘটনা ঘটলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য রাশিয়াই দায়ী থাকবে।
এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে, রাশিয়ার এই হামলার লক্ষ্যবস্তু সিরিয়ার আসাদ সরকারে বিদ্রোহী গোষ্ঠী।