সিরিয়া নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-রাশিয়া
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর সময় দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তাবিষয়ক আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। আজ শনিবার পেন্টাগনের বার্তা বিভাগের সচিব পিটার কুকের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। আগামীকাল রোববার এই আলোচনা শুরু হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমানের মধ্যে কতটুকু দূরত্ব থাকবে এবং যোগাযোগের জন্য কোনো রেডিও ফ্রিকোয়েন্সি (বেতার তরঙ্গ), ভাষা ব্যবহার বা অন্য মাধ্যমে যোগাযোগের কথা এ আলোচনায় স্থান পাবে বলে জানিয়েছেন পেন্টাগনের বার্তা বিভাগের সচিব।
গত ১১ দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে রাশিয়া। মস্কো বলছে, তারা উত্তর ও পূর্ব সিরিয়ার ব্যাপক এলাকা দখল করা আইএস যোদ্ধাদের বিরুদ্ধে ওই অভিযান চালাচ্ছে। আইএস জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রও সিরিয়ায় হামলা চালাচ্ছে।
এ হামলার সময় দুই দেশের মধ্যে দুর্ঘটনাবশত সংঘাত সৃষ্টি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে দুই পক্ষই। এরই মধ্যে রাশিয়ার বিমান কয়েকবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
বিষয়টি নিয়ে গত ১ অক্টোবর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আকাশসীমায় নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের ভিডিও কনফারেন্সে আলোচনা হয়েছিল। এরপর সম্প্রতি জাতিসংঘের এক সম্মেলনে যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, গত ৩ অক্টোবর সিরিয়ায় রাশিয়ার বিমানের খুব কাছাকাছি একটি মার্কিন বিমান চলে এসেছিল। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মিত্র দেশগুলো তুরস্কের বিমানঘাঁটিতে রাশিয়ার বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছে।
সর্বশেষ গত শুক্রবার শুরুতে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছিলেন, সিরিয়ায় রুশ বিমানের সঙ্গে সংঘাত এড়াতে তাদের অন্তত একটি ‘পৃথক নিরাপদ’ রণকৌশল প্রয়োগ করতে হয়েছে।