শাদে বোকো হারামের আত্মঘাতী হামলা, নিহত ৪০
মধ্য আফ্রিকার দেশ শাদের একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। স্থানীয় সময় শনিবার লেকশাদের সীমান্তবর্তী শহর বাগা সোলাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর নাইজেরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারাম এর দায়িত্ব স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স।
শাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজিম আগুনা বারামানদুয়া জানান, দুজন আত্মঘাতী জঙ্গি একই সময়ে এ হামলা চালায়। এ ছাড়া হামলার সময় পৃথক একটি বিস্ফোরণও ঘটানো হয়।
কর্নেল আজিম আরো জানান, একজন নারী হামলাকারী বাগা সোলার বাজারে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১৮ জন নিহত হয়। এর তিন মিনিট পর বাজারের কাছেই একটি শরণার্থী শিবিরে দ্বিতীয় হামলাকারীর বোমা হামলায় আরো ২২ জন নিহত হয়।
বাগা সোলার ওই শরণার্থী শিবিরে কয়েক হাজার নাইজেরীয় শরণার্থী অবস্থান করছে। বোকো হারামের হামলা থেকে বাঁচতে গত কয়েক মাস আগে নাইজেরিয়া থেকে পালিয়ে তারা শাদের সীমান্তবর্তী ওই শহরটিতে এসে আশ্রয় নিয়েছিল।