তুরস্কে নিহতদের স্মরণে হাজারো জনতার সমাবেশ
দুর্বৃত্তদের হামলায় প্রায় ১০০ লোক নিহত হওয়ার প্রতিবাদে তুরস্কের রাজধানী আঙ্কারায় সমাবেশ করেছে হাজার হাজার লোক। স্থানীয় সময় রোববার এ সমাবেশকে ঘিরে আঙ্কারার প্রাণকেন্দ্র সিহিয়ে চত্বর জনারণ্যে পরিণত হয়।
আলজাজিরার খবরে বলা হয়, তুরস্কের বিভিন্ন শ্রমিক সংগঠন, বামপন্থী গোষ্ঠী, বেসরকারি সংগঠন ও কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) এ প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেয়। এতে অংশগ্রহণকারীদের কেউ কেউ সরকারবিরোধী স্লোগান দেন। তাঁরা শনিবারের হামলার জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে দায়ী করে ‘এরদোয়ান খুনি’, ‘সরকার গদি ছাড়’ কিংবা ‘রাষ্ট্রকে জবাব দিতে হবে’ ধরনের স্লোগান দেন।
গত শনিবার আঙ্কারার একটি রেলস্টেশনের পাশে কুর্দিদের সঙ্গে সরকারের সংঘাত বন্ধের দাবিতে সমাবেশ করছিলেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দুর্বৃত্তরা সমাবেশকে লক্ষ্য করে জোড়া বোমা হামলা চালায়। এতে কমপক্ষে ৯৭ জন নিহত ও ২৪৬ জন আহত হয়।
ওই হামলায় হতাহতদের বেশির ভাগই কুর্দিপন্থী বলে মনে করা হচ্ছে। তাই হামলার জন্য সরকারকে দায়ী করেছে বিরোধী বিভিন্ন সংগঠন। তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানসহ সরকারের বিভিন্ন কর্তাব্যক্তি বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।