সুইডেনে হিপস্টারদের হাতে আইএসের পতাকা!
হিপস্টারদের হাতে আইএসের পতাকা। শুনে সবাই নিশ্চয় অবাক হয়েছেন। অন্যায়-অবিচার, বর্ণবাদ ও নিপীড়নবিরোধেী ও মুক্ত চিন্তার জন্য পরিচিতদের হাতে একটি জঙ্গি সংগঠনের পতাকার খবর শুনে অনেকে অবাকই হবেন। এমন খবরে পুলিশও যে বিভ্রান্তিতে পড়বে এটিই স্বাভাবিক।
গার্ডিয়ারে প্রতিবেদনে বলা হয়, সুইডেনের দক্ষিণাঞ্চলে ব্রাহেহাস দুর্গের ধ্বংসস্তূপের সামনে গত শনিবার দাড়িওয়ালা ব্যক্তিদের এক সংগঠনের সদস্যরা জড়ো হন। গাড়ি করে ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের হাতে থাকা কালো পতাকাটি দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন এক ব্যক্তি। তিনি পুলিশকে জানান, এই এলাকায় আইএস সদস্যরা বৈঠক করছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের কর্মকর্তারা।
বিয়ার্ড ভিলেনস নামের ওই সংগঠনের জনসংযোগের দায়িত্ব পালন করেন আন্দ্রিস ফ্রান্সন। তিনি বলেন, ‘তাঁরা (পুলিশ) আমাদের বলেছে, গাড়ি দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি আমাদের দেখে ভেবেছে আইএসআইএসের (আইএস) জঙ্গিরা জড়ো হয়েছে। ঘটনাস্থলে এসে আসল পরিস্থিতি দেখে এই দুই পুলিশ কর্মকর্তা তাঁদের টহল গাড়িতে ফিরে যান।’
ফ্রান্সন স্বীকার করেন, সংগঠনের কালো রঙের পতাকাটিতে সাদা রঙের কালি দিয়ে ‘বিয়ার্ড ভিলেনস’ লেখা। বিয়ার্ড ও ভিলেনস লেখার মাঝখানে দুটি তলোয়ারের ছবি আড়াআড়ি করে আঁকা। এ পতাকাটি ভালোভাবে না দেখলে যে কেউ একে আইএসের পতাকা ভেবে ভুল করবে। তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে একটি সমিতির অংশ এই বিয়ার্ড ভিলেনসের পতাকাটি সারা বিশ্বে পরিচিত। আমরা আমাদের সম্প্রদায়কে বিশ্বের কাছে পরিচিত করার জন্যই পতাকাটির সঙ্গে ছবি উঠাচ্ছিলাম।’
ফ্রান্সন আরো বলেন, ‘এটি একটি মজার ঘটনা। কিন্তু আইএসের সঙ্গে আমাদের তুলনা করাটা লজ্জাজনক।’