বিদ্রোহীদের জন্য বিমান থেকে গোলাবারুদ ফেলছে যুক্তরাষ্ট্র
সিরিয়ার বাশার সরকারের বিদ্রোহীদের নতুন করে গোলাবারুদ দিয়েছে যুক্তরাষ্ট্র। গত রোববার সারা রাত ধরে দেশটির উত্তরাঞ্চলে মার্কিন সামরিক কার্গো বিমান থেকে ৫০ টন গোলাবারুদ ফেলা হয়েছে।
সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই গোলাবারুদ সরবরাহ করা হয়েছে। এর আগেও বাশার সরকারের বিদ্রোহীদের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রশিক্ষণ বাতিলের ঘোষণার দুই দিন পর যুক্তরাষ্ট্র এই গোলাবারুদ সরবরাহ করল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সিএনএনের খবরে বলা হয়, উত্তরাঞ্চলের হাসকাহ প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট সিরিয়ান আরব কোয়ালিশনের জন্য যুক্তরাষ্ট্র গোলাবারুদ ফেলেছে। যুদ্ধবিমানের পহারায় বেশ কয়েকটি সি-১৭ বিমান গ্রেনেড ও হালকা অস্ত্রের জন্য গোলাবারুদ ফেলে।
অপর এক মার্কিন কর্মকর্তা জানান, বিমানের মাধ্যমে ফেলা গোলাবারুদ বিদ্রোহী গোষ্ঠীগুলো সফলভাবে সংগ্রহ করেছে। ওই কর্মকর্তা বলেন, ‘সিরিয়ান কুর্দিদের কোনো গোলাবারুদ দেওয়া হয়নি। এই অস্ত্র শুধু সিরিয়ান আরব জোটকেই দেওয়া হয়েছে, যারা আইএসের বিরুদ্ধে লড়াই করছে।’
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্র সিরিয়ায় বিদ্রোহীদের ব্যয়বহুল প্রশিক্ষণ বাতিল করে তার বদলে অস্ত্র সরবরাহের ঘোষণা দেয়।