গণহত্যার সময় ভেটো ক্ষমতা নয়
গণহত্যা চলার সময় ভেটো ক্ষমতা ত্যাগ করতে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংগঠনটি বলেছে, সংঘর্ষ ও সহিংসতার শিকার মানুষদের বিবেচনা নিলে ২০১৪ সাল ছিল বিপর্যয়কর। এ বছর সশস্ত্র বিদ্রোহের ধরনের পরিবর্তন হয়েছে, এর মোকাবিলা করতে বিশ্বনেতাদের জরুরি ভিত্তিতে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল। এ সময় বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া দেখা গেছে তা খুবই লজ্জাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে ধনী রাষ্ট্রগুলোর অবস্থান ছিল ‘ঘৃণিত’।
বিবৃতিতে অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠি বলেন, ‘বিশ্বের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে নিরাপত্তা পরিষদ শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। মানুষের নিরাপত্তার স্বার্থ বাইরে রেখে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের রাজনৈতিক স্বার্থ ও ভূ-রাজনৈতিক স্বার্থে ভেটো ক্ষমতা ব্যবহার করেছে।’