বঙ্গোপসাগর দিয়ে ফের মানবপাচারের শঙ্কা
এশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বর্ষাকাল শেষ হয়েছে। এতে করে বঙ্গোপসাগর-আন্দামান সাগরপথে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আর এ সুযোগে বাংলাদেশ ও মিয়ানমার থেকে বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী বিভিন্ন দেশের উদ্দেশে আবার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্য গার্ডিয়ান-এর খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় চড়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অভিমুখী অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বেড়েছে। গত বছরে এ সংখ্যা ছিল তিন বছরের মধ্যে সর্বোচ্চ ৬৩ হাজার।
গত তিন বছরে বর্ষা শেষে অবৈধপথে সমুদ্রে পাড়ি দেওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এ বছর বর্ষা আগে শেষ হওয়ায় বিপুলসংখ্যক লোক সাগরে ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করবে বলে শঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান ট্যান গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেন, চলতি বছর ‘মাছ ধরার মৌসুমে’ ব্যাপকসংখ্যক লোক সমুদ্র পাড়ি দেবে বলে মনে করা হচ্ছে।
ভিভিয়ান ট্যান বলেন, ‘পাচারকারীদের নৌকায় চড়ে বঙ্গোপসাগরে পাড়ি দেওয়া লোকজনের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। মূল কারণ (অভিবাসন) খুঁজে বের করা পর্যন্ত এ প্রবণতা বাড়তে থাকবে বলেই মনে করা হচ্ছে।’