নেদারল্যান্ডসে ট্রামে গুলি, তিনজন নিহত
নেদারল্যান্ডসের উত্রেক শহরে একটি ট্রামে গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
গতকাল সোমবার স্থানীয় সময় পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরেই পালিয়ে যায় হামলাকারী।
তবে কয়েক ঘণ্টা পরেই এ ঘটনায় জড়িত সন্দেহে গকমান তানিস নামের তুরস্কের এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
কেন এই হত্যাকাণ্ড চালানো হয়েছে, এ ব্যাপারে এখনো কিছু জানতে পারেনি কর্তৃপক্ষ।
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘একটা লোক গুলি করা শুরু করে।’অন্য একজন জানান, তিনি এক নারীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, ‘আমি তাঁকে গাড়িতে তুলি। পুলিশ আসার পর তিনি জ্ঞান হারান।’
নেদারল্যান্ডসের এ ঘটনায় বাংলাদেশের কোনো নাগরিক নিহত হননি বলে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে।
উত্রেক শহরে বসবাস করা সব বাংলাদেশি নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিককে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার জন্য ডাচ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদে থাকার বিষয়টি জানানোর জন্যও অনুরোধ করা হয়।