মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে এক হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা
ঘূর্ণিঝড় ‘ইদাই’-এর আঘাতে মোজাম্বিকে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নুইসি। এ ছাড়া অন্তত এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ‘ইদাই’-এর আঘাতে মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাউই—এ তিনটি দেশ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় মোজাম্বিকে আনুষ্ঠানিকভাবে ৮৪ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে ধীরে ধীরে এ সংখ্যা এক হাজারে পৌঁছাবে বলে আশঙ্কা মোজাম্বিক প্রেসিডেন্টের।
হেলিকপ্টারযোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন শেষে প্রেসিডেন্ট নুইসি বলেন, ‘নদীতে অনেক মৃত মানুষকে ভাসমান অবস্থায় দেখা গেছে।‘
এই ঘূর্ণিঝড়ে জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ৯৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া দেশটির পূর্ব ও দক্ষিণ অঞ্চলে ২১৭ জন নিখোঁজ রয়েছেন বলেও জানায় জিম্বাবুয়ে সরকার।
এ ঘূর্ণিঝড়ে সৃষ্টি হওয়া বন্যায় পাশের দেশ মালাউইতে ১২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে রিলিফওয়েবের প্রতিবেদনে জানা যায়।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা জেরাল্ড বোর্কে বলেন, ‘কোনো ভবন নেই যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়নি। এলাকাগুলোতে কোনো শক্তি অবশিষ্ট নেই। কোনো টেলিযোগাযোগ নেই। বিদ্যুতের লাইনগুলো রাস্তায় পড়ে আছে।’
এই ঘূর্ণিঝড়কে ভয়াবহ বলে উল্লেখ করেছে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ইন্টারন্যাশনাল ফেডারেশন (আইএফআরসি)।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিভিন্ন গাছে আটকে পড়া অনেক মানুষকে উদ্ধার করা হচ্ছে বলে বিবিসিকে জানান আইএফআরসির মূল্যায়ন দলের প্রধান জ্যামি লেসার।