ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে। আজ সকাল ৯টায় সার্জারি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি করছেন ডা. ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের জ্যেষ্ঠ সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কাদেরের পরিবার দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
গত ৩ মার্চ ভোরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এ সময় এনজিওগ্রামে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। পরে ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠি, সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল ও বিএসএমএমইউর চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।