গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তেল আবিবের একটি বাড়িতে রকেট হামলার জবাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে তারা।
প্রত্যক্ষদর্শীর বরাতে হামলার সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামলা শুরু করেছে।
ইসরায়েলি বাহিনীর মিসাইল গাজা শহরের পশ্চিমাঞ্চলে হামাসের একটি নৌ স্থাপনায় এবং উত্তরাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো।
তবে হামাস ইসরায়েলি হামলার বিষয়টি আঁচ করতে পেরে দুটি জায়গা থেকেই তাদের লোকজন সরিয়ে নিয়েছিল। উত্তরাঞ্চলীয় প্রশিক্ষণ শিবিরে তিনটি মিসাইল আঘাত হানে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।