নাইজেরিয়ায় দস্যুদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫০
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জামাফারা প্রদেশে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ডাকাতরা মূলত গবাদিপশু লুণ্ঠন, হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত।
গতকাল শুক্রবার দেশটির সরকারি কর্তৃপক্ষ এ কথা জানায়।
গত মঙ্গলবার জামফারা প্রদেশের কাউরান নামোদার সাকাজিকি গ্রামে ওই ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান প্রদেশের পার্লামেন্টের স্পিকার সুনউসি রিকিজি।
রিকিজি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, ওইদিন বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্যরা জঙ্গলে দস্যুদের মোকাবিলা করে। এতে অন্তত ৫০ জন নিহত হন।’
স্পিকার আরো বলেন, ‘নিহতদের মধ্যে মিলিশিয়া বাহিনীর সদস্য, স্থানীয় মানুষজনও রয়েছেন। দস্যুদের মোকাবিলায় মিলিশিয়াদের ডাকে তাঁরা সাড়া দিয়েছিলেন’, বলেন স্পিকার। এরই মাঝে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দস্যুরা দীর্ঘদিন ধরেই জামফারার গ্রামীণ বসতিগুলোতে হামলা চালিয়ে আসছে। হামলার মধ্য দিয়ে এরা গবাদিপশু লুট করা থেকে শুরু করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, খাদ্যশস্য লুট করা ও মুক্তিপণের জন্য গ্রামবাসীদের অপহরণ করে থাকে।