ফ্রান্সের গির্জায় অগ্নিকাণ্ডের সময়ে আল আকসা মসজিদেও আগুন
ফ্রান্সের প্যারিসে ঐতিহ্যবাহী নটর ডেম গির্জায় অগ্নিকাণ্ডের সময়ে জেরুসালেমের আল আকসা মসজিদেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাতে মসজিদের ছাদের আল মারওয়ানি নামক নামাজের জায়গায় আগুন ধরে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও দুই হাজার বছরের পুরোনো নামাজের জায়গাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঐতিহ্যবাহী নটর ডেম ক্যাথেড্রালে আগুন লাগে। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আট ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। প্যারিস শহরের মাঝামাঝি ইল দে লা সিটি নামক এলাকায় মনোরম ওই গির্জার অবস্থান। গির্জার ভেতরে শত শত বছরের পুরোনো পাথর, কাঠ, কাঁচ, সিরামিকসহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম রয়েছে।
আল আকসা মসজিদের একজন নিরাপত্তাকর্মী সোমবার রাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে বলেন, ‘আল মারওয়ানি নামাজঘরের ছাদে নিরাপত্তাকর্মীদের কক্ষে আগুনের সূত্রপাত হয়। জেরুজালেম ইসলামিক ওয়াকফের অগ্নিনির্বাপক দলের সদস্যরা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’
আগুনের রহস্য উদঘাটনে তদন্তের স্বার্থে এলাকাটি বন্ধ রাখা হয়েছে। আল মারওয়ানি নামাজের জায়গাটি হলো হারাম আল শরিফের দক্ষিণপূর্ব কোণের এলাকার নিচে অবস্থিত। আল আকসা মসজিদে ওঠার সিঁড়ির নিচে ২০০ বর্গগজের মতো নামাজের জায়গাটিকে আল মারওয়ান নামে ডাকা হয়।
জেরুজালেম ওয়াকফ ও আল আকসা মসজিদ বিভাগের প্রধান শাইখ আজ্জাম আল খাতিব জর্ডানের আল মামলাকা টিভিকে বলেন, ‘আল আকসা মসজিদে আগুনের কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।’