‘হামলা কাপুরুষোচিত’, শান্ত থাকার আহ্বান
শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনার সময় গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
অপরদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যায়িত করে জনগণকে ‘ঐক্যবদ্ধ ও শক্ত’ থাকার আহ্বান জানিয়েছেন।
আজ সকালে রাজধানী কলম্বোসহ বিভিন্ন স্থানে তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সবশেষ কমপক্ষে ১৫৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া চার শতাধিক আহত হয়েছেন। প্রতিমুহূর্তেই বাড়ছে হতাহতের সংখ্যা। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কলম্বোর কোচ্চিকাড়ের অ্যান্টলি গির্জা ও কাতুয়াপিতিয়ার সেন্ট সিবেস্টিয়ান গির্জাসহ একাধিক জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার সাংরি লা, সিনামন গ্র্যান্ডের মতো পাঁচ তারকা বিলাসবহুল হোটেলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রেসিডেন্ট সিরিসেনা জাতির উদ্দেশে বলেন, তিনি এ ঘটনায় গভীরভাবে শোকাহত। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতার কামনা করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এক টুইটবার্তায় বলেন, ‘আজকে আমাদের মানুষের ওপর এই ধরনের হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই সংকটময় সময়ে শ্রীলঙ্কার সবাইকে একতাবদ্ধ ও শক্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’ এ ছাড়াও যাচাই-বাছাই না করে কোনো ধরনের ভুয়া খবর প্রচারের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন তিনি। তিনি বলেন, ‘সরকার অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে।’