শ্রীলঙ্কায় ৩৫ বিদেশি নিহত, বাংলাদেশি হতাহত নেই
শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় নিহতদের মধ্যে ৩৫ বিদেশি রয়েছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক নেই বলে জানা গেছে।
আজ রোববার সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সময় রাজধানী কলম্বোসহ বিভিন্ন স্থানে তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া চার শতাধিক আহত হয়েছেন। প্রতিমুহূর্তেই বাড়ছে হতাহতের সংখ্যা। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা ঘটনার তীব্র জানিয়েছেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী কলম্বোর কাতুয়াপিতিয়ার সেন্ট সিবাস্টিয়ান চার্চে ৪৫ জন, বাত্তিকোলার চার্চে ২৫ জন, নেগোমবোতে ৬৭ জন।
এ ছাড়া বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। তবে এ ব্যাপারে শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে হতাহতের মধ্যে বাংলাদেশি কেউ নেই বলে জানায় শ্রীলঙ্কাস্থ হাইকমিশন। তার পরও হাইকমিশন যেকোনো ব্যাপারে +94712406313 নম্বরে যোগযোগ করার জন্য সেখানকার বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে।
এ দিকে কলম্বোর আর্চ বিশপ জানান, ইস্টার সানডের সান্ধকালীন সব জমায়েত স্থগিত করা হয়েছে। দেশটির পুলিশসহ সব নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রীলঙ্কার সব সরকারি স্কুল আগামী ২২ ও ২৩ এপ্রিল বন্ধ ঘোষণা করেছেন দেশটির শিক্ষামন্ত্রী আকিলা ভিরাজ।
এদিকে আহতদের জরুরি রক্ত সরবরাহের জন্য জাতীয় ব্লাড ব্যাংকে মানুষের ভিড় লক্ষ করা গেছে।