শ্রীলঙ্কায় আরো দুটি স্থানে বিস্ফোরণ
শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণে মৃত্যুর মিছিলের মধ্যেই রাজধানী কলম্বোতে আরো দুটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে কলম্বোর দেহিওয়ালা এলাকায় এবং অন্যটি ঘটেছে দেমাতাগোডা এলাকায়।
বিবিসি জানায়, দেমাতাগোডার বিস্ফোরণটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। এ হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, দেহিওয়ালায় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন।
দেহিওয়ালায় হওয়া বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো জানা যায়নি। মোট আটটি স্থানে বিস্ফোণের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন চার শতাধিক মানুষ।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী কলম্বোর কাতুয়াপিতিয়ার সেন্ট সিবাস্টিয়ান চার্চে ৪৫ জন, বাত্তিকোলার চার্চে ২৫ জন, নেগোমবোতে ৬৭ জন নিহত হয়েছেন।
এ ছাড়া বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশের দুই নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সেখানকার হাইকমিশন। যেকোনো ব্যাপারে +94712406313 নম্বরে যোগযোগ করার জন্য সেখানকার বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ দিকে কলম্বোর আর্চ বিশপ জানান, ইস্টার সানডের সান্ধকালীন সব জমায়েত স্থগিত করা হয়েছে। দেশটির পুলিশসহ সব নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রীলঙ্কার সব সরকারি স্কুল আগামী ২২ ও ২৩ এপ্রিল বন্ধ ঘোষণা করেছেন দেশটির শিক্ষামন্ত্রী আকিলা ভিরাজ।
এদিকে আহতদের জরুরি রক্ত সরবরাহের জন্য জাতীয় ব্লাড ব্যাংকে মানুষের ভিড় লক্ষ করা গেছে।