শ্রীলঙ্কায় ফেসবুক বন্ধ, কারফিউ জারি
শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলায় ঘটনায় দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন এলাকায় গির্জা ও হোটেলে সবমিলিয়ে আটটি বিস্ফোরণে ২০৭ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আহত হয়েছে চারশতাধিক মানুষ। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় থাকা অবস্থায় বিস্ফোরণগুলো ঘটে।
দেশজুড়ে কারফিউ জারি করেছে সরকার। গুজব বা ভুয়া খবর যাতে না ছড়াতে পারে সেজন্য ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বার্তা পাঠানোর অ্যাপগুলো সাময়িক ব্লক করে দেওয়া হয়েছে। তবে টুইটারে ঢুকতে পারছেন বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন কলম্বোতে থাকা এক নারী।
দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দিনের বেলায়ই কারফিউ জারির আদেশ দেওয়া হয়।
দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল পৌনে ৯টার দিকে বোমা বিস্ফোরণ শুরু হয়। একে একে একাধিক গির্জা ও হোটেলে আটটি বোমার বিস্ফোরণ ঘটে। বাড়তে থাকে নিহত মানুষের সংখ্যা।
শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের নেগম্বো, পূর্ব প্রদেশের বাট্টিকালো এবং রাজধানী কলম্বোর গির্জাগুলোতে বোমা হামলা চালানো হয়। এছাড়াও কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল সাংরি-লা, কিংসবুরি ও সিনামন গ্র্যান্ডসহ আরেকটি আবাসিক হোটেলে হামলা হয়। তবে কোনো পক্ষ এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি। সরকারের পক্ষ থেকেও এর পেছনে কারা জড়িত সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।