শ্রীলঙ্কায় নিহতদের মধ্যে ৬ জন ভারতীয়
শ্রীলঙ্কায় ঘটা বিস্ফোরণে নিহতদের মধ্যে ছয়জন ভারতের নাগরিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন পাঁচজন। কলম্বোর ভারতীয় দূতাবাস আজ সোমবার সকালে জানিয়েছে, আরো একজন নিহত ভারতীয় নারীর খোঁজ পাওয়া গেছে।
গতকাল রোববার শ্রীলঙ্কায় মোট আটটি বিস্ফোরণ ঘটে। একাধিক গির্জা ও হোটেলে এসব বোমা বিস্ফোরিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রাতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটবার্তায় জানান, প্রাথমিকভাবে প্রাণ হারানো তিন ভারতীয়র নাম জানা গেছে। তাঁরা হলেন, লক্ষ্মীনি, এন চন্দ্রশেখর ও রমেশ। তাঁরা কেরালা রাজ্যের বাসিন্দা। বাকিদের সম্পর্কে তথ্য জানার কাজ শুরু করা হয়েছে।
সুষমা জানান, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন, ভারত সব রকমের সাহায্যের জন্য তৈরি। আহতদের জন্য ওষুধ দরকার হলে পাঠাতে পারে ভারত। পাশাপাশি শ্রীলঙ্কায় অবস্থানরত ভারতীয়দের জন্য শ্রীলঙ্কার হাই কমিশন ব্যবস্থা করে রেখেছে বলেও জানান সুষমা।
আজ সোমবার কলম্বোয় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কলম্বোয় ন্যাশনাল হাসপাতালে পাঁচ ভারতীয়র মৃত্যু হয়েছে। বাকি দুই মৃত ভারতীয়র নাম কে জি হনুমানথারায়াপ্পা ও এম রঙ্গাপ্পা বলে জানা গেছে।
এ ছাড়া কেরালার এক নারী ওই হামলায় নিহত হয়েছেন বলেও জানা যায়। তাঁর নাম পি এস রাজিনা (৫৮)। তিনি থাকতেন দুবাইয়ে। তবে তিনি কলম্বোয় কী কারণে যান তা জানা যায়নি।