শ্রীলঙ্কার সিরিজ হামলায় ‘আন্তর্জাতিক নেটওয়ার্ক’ সক্রিয় ছিল
শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় ‘আন্তর্জাতিক নেটওয়ার্ক’ সহায়তা করেছে বলে দাবি করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
হামলার একদিন পর শ্রীলঙ্কার কেবিনেট সেক্রেটারি রাজিথে সেনারত্নে দাবি করেন, ‘আমরা এটা বিশ্বাস করি না যে, শুধু এখানকারই একটি গ্রুপ এই হামলা চালিয়েছে।’
‘আন্তর্জাতিক নেটওয়ার্কের সহায়তা ছাড়া এখানে এই ধরনের হামলা সফল হতে পারে না’, যোগ করেন কেবিনেট সেক্রেটারি।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন এলাকায় গির্জা ও হোটেলে সব মিলিয়ে আটটি বিস্ফোরণ ঘটে। ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় থাকা অবস্থায় বিস্ফোরণগুলো ঘটে। এরই মধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাতজন আত্মঘাতী হামলাকারী এই হামলায় জড়িত।
শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের নেগম্বো, পূর্ব প্রদেশের বাট্টিকালো এবং রাজধানী কলম্বোর গির্জাগুলোতে বোমা হামলা চালানো হয়। এ ছাড়া কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল সাংরি-লা, কিংসবুরি, সিনামন গ্র্যান্ডসহ আরেকটি আবাসিক হোটেলে হামলা হয়।
হামলায় সবশেষ ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০০ মানুষ। হতাহতদের মাঝে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও আছেন। হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সরকার ২৪ জনকে আটক করেছে।