শ্রীলঙ্কায় আবারো বিস্ফোরণ, এবারও গির্জার সামনে
শ্রীলঙ্কায় গতকাল সিরিজ বোমা হামলার পর আজ সোমবার আবারো কলম্বোর একটি গির্জার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জার সামনে ওই বিস্ফোরণ ঘটে। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, আজকের বিস্ফোরণ ঘটানো গাড়িটি গতকালের বোমা হামলায় ব্যবহার করেছিল হামলাকারীরা। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিক মিকায়েল সাফি তার টুইটার অ্যাকাউন্টে ওই হামলার একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। তাতে দেখা যায়, লোকজন ছুটোছুটি করে হামলাস্থল থেকে পালাচ্ছেন।
ভিডিওতে ওই সাংবাদিক বলেন, ‘ছোটখাটো একটি বিস্ফোরণ।’
গতকালও সেন্ট অ্যান্থনি গির্জাটিতে ইস্টার সানডের অনুষ্ঠানে বোমা হামলা হয়।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উৎসব চলাকালে দ্বীপরাষ্ট্রটিতে তিনটি গির্জা ও চারটি হোটেলে থেমে থেমে প্রায় একই সময়ে আটটি বোমা হামলা চালানো হয়। হামলায় এ পর্যন্ত ২৯০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন বহু বিদেশি নাগরিক। আহত রয়েছেন পাঁচ শতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।