‘স্থানীয় মুসলিম সংগঠন জড়িত, খোঁজা হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ’
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় স্থানীয় মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) দায়ী করছে সরকার। আজ সোমবার শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র রাজিথা সেনারত্নে বলেন, ‘সরকার বিশ্বাস করে ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এ হামলায় নেপথ্যে রয়েছে।’
ইস্টার সানডের সকালে তিনটি গির্জা ও চারটি হোটেলে এ হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানানো হয়নি।
এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকারও করেনি।
শ্রীলঙ্কার মন্ত্রী রাজিথা সেনারত্নে আরো বলেছেন, ‘স্থানীয় সংগঠনটির কোনো আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা বিশ্বাস করি না যে দেশের এমন একটি ছোট সংগঠন একাই এতবড় হামলা চালাতে পারে।’
রাজিথা সেনারত্নে আরো বলেন, ‘আমরা এখন তদন্ত করে দেখছি, তাদের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতার বিষয়গুলো খোঁজা হচ্ছে। তারা কীভাবে দেশে আত্মঘাতী হামলাকারী পেল এবং এই বোমাগুলোই বা কোথায় পেল।’
এদিকে প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনাও এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক নেটওয়ার্কের যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।’
অন্যদিকে স্থানীয় সংগঠনের জড়িত থাকার ব্যাপারে কিছু তথ্য রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
গত ১১ এপ্রিল একটি ‘বিদেশি গোয়েন্দা সংস্থা’ স্থানীয় গোয়েন্দা সংস্থাকে সতর্কবার্তা দেয়। তবে বিদেশি গোয়েন্দা সংস্থাটি কোন দেশের তা জানা যায়নি।
গতকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উৎসব চলাকালে দ্বীপরাষ্ট্রটিতে তিনটি গির্জা ও চারটি হোটেলে থেমে থেমে প্রায় একই সময়ে আটটি বোমা হামলা চালানো হয়। হামলায় এ পর্যন্ত ২৯০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন বহু বিদেশি নাগরিক। আহত রয়েছেন পাঁচ শতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।