উত্তর মেরুতে বিশাল সামরিক ঘাঁটি করছে রাশিয়া!
উত্তর মেরুতে বড় আকারের সামরিক ঘাঁটি নির্মাণের দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি করেছে।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ-এর খবরে বলা হয়, এরই মধ্যেই উত্তর মেরুর ফ্রানৎস জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত আলেক্সান্দা ল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভবন নির্মাণ করা হয়েছে। ‘আর্কটিক ট্রেফয়েল’নামের ত্রিকোণাকৃতির ভবনের রং রাশিয়ার পতাকার সঙ্গে মিলিয়ে লাল, সাদা ও নীল করা হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ হাজার বর্গমিটারের ওই ঘাঁটিতে ১৫০ জন রুশ সেনা দেড় বছর পর্যন্ত স্বাধীনভাবে চলাচল করতে পারবেন। ঘাঁটিতে রাখা যাবে পর্যাপ্ত জ্বালানি ও খাবার। প্রচণ্ড শীতে এক ভবন থেকে অন্যটিতে যেতে বাইরে যেতে হবে না ঘাঁটিতে থাকা সেনাদের।
উত্তর মেরুর নোভা জেমলিয়া দ্বীপপুঞ্জের উত্তরে বারেন্তস ও কারা সাগরের মাঝামাঝি দ্বীপমালা হলো ফ্রানৎস জোসেফ ল্যান্ড। ১৯৯০-এর দশকে অঞ্চলটি থেকে রাশিয়ার সামরিক বাহিনী সরিয়ে নেওয়া হয়। গত বছরের নভেম্বরে রাশিয়ার নৌবাহিনীর ‘নর্দান ফ্লিট’-এর বিমান প্রতিরক্ষা ইউনিট ওই অঞ্চলে যায়। এর পর থেকে সেখানে আবার রুশ সামরিক বাহিনীর পদচারণা শুরু হয়।