শিশুর নামে জার্মানিতে জনপ্রিয় হচ্ছে ‘মোহাম্মদ’
জার্মানির বার্লিনে ২০১৮ সালে ছেলে নবজাতকের নামের প্রথম অংশ হিসেবে সবচেয়ে বেশি যেটি বেছে নেওয়া হয়েছে তা হচ্ছে ‘মোহাম্মদ’। এছাড়াও দেশটির ১৬টি রাজ্যের ছয়টিতেই শীর্ষ দশ পছন্দের তালিকায় ছিল নামটি। নবজাতকের নাম নিয়ে ‘অ্যাসোসিয়েশন ফর জার্মান ল্যাঙ্গুয়েজ’র জরিপে এমন তথ্য উঠে এসেছে।
ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ (সা.)-এর নামের সঙ্গে মিলিয়ে সন্তানদের নাম রাখেন মুসলমানরা। বার্লিনে মুসলিমদের সংখ্যা ১০ শতাংশের বেশি না হলেও সেখানে এই নামটি জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। আর গোটা জার্মানির হিসেবে শিশুদের নামের মধ্যে ২৪তম স্থানে রয়েছে এটি। সংবাদমাধ্যম ডেইলি মেইল ওই তথ্য জানিয়েছে।
বার্লিনে ছেলে নবজাতকের নামের পছন্দতালিকায় শীর্ষে ছিল লুইস ও এমিল। ২০১৫ সালে ষষ্ঠ অবস্থানে থাকা নামটি সবগুলোকে পেছনে ফেলে পরের বছর শীর্ষস্থানে চলে এল। ৬৫ হাজারেরও বেশি শিশুর নাম নিয়ে জরিপটি চালানো হয়।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রে এওয়েলস’র ধারণা অভিবাসনের ব্যপকতার ফলে মোহাম্মদ নামটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তাঁর মতে, ২০২১ বা ২০২২ সালের মধ্যে নামটি জার্মানদের পছন্দতালিকার শীর্ষদশে জায়গা করে নেবে।
বর্তমানে গোটা জার্মানিতে ছেলে শিশুদের নামের শুরুর অংশ হিসেবে সবচেয়ে জনপ্রিয় ‘বেন’ আর মেয়ে শিশুদের জন্য হচ্ছে ‘এমা’। এছাড়াও ছেলেদের জন্য পল, লিও, নোয়াহ ও লুইস এবং মেয়েদের ক্ষেত্রে জোনাস, এলিয়াস, হেনরি, ফেলিক্স ও লুকাস নাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে আসছে।
২০১৫ সালের পর থেকে গত কয়েক বছরে প্রায় ১০ লাখ মুসলিম অভিবাসী ইউরোপীয় এই দেশটিতে ঢুকেছে। সিরিয়া ও লিবিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম অভিবাসীরা জার্মান সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে বলে বিশ্লেকদের ধারণা। এছাড়া তুর্কি তরুণ তরুণীদের বিরাট অংশ জার্মানিতে থাকতে পছন্দ করেন।