ভারতে প্রশিক্ষণ নেন শ্রীলঙ্কার আত্মঘাতী হামলাকারীরা
শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় আত্মঘাতী হামলাকারীদের কয়েকজন ভারতের কেরালা, বেঙ্গালুরু এবং কাশ্মীরে গিয়েছিলেন। শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহেশ সেনানায়েক শনিবার এমন দাবি করেছেন।
গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার কলম্বো ও নেগম্বোর বেশ কয়েকটি হোটেল ও গির্জায় সিরিজ বোমা হামলা চালায় এক নারীসহ নয়জন আত্মঘাতী বোমা হামলাকারী।
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার সেনাপ্রধান বলেন, ‘হামলাকারীদের আন্তর্জাতিক যোগাযোগ ও চলাফেরা তদন্ত করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কয়েকজন সন্দেহভাজন হামলাকারী ভারতের কেরালা, বেঙ্গালুরু এবং কাশ্মীরে যাওয়ার তথ্য আমরা পেয়েছি।’
ভারতে অবস্থানকালে তারা কী করেছিলেন জানতে চাওয়া হলে সেনাপ্রধান বলেন, ‘কিছু প্রশিক্ষণ নিতে অথবা দেশের বাইরে অন্যান্য সংগঠনের সঙ্গে নেটওয়ার্ক বাড়াতে তারা ভারতের কেরালা, বেঙ্গালুরু ও কাশ্মীরে গিয়েছিলেন।’
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করলেও শ্রীলঙ্কা সরকার স্থানীয় ইসলামি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকেই (এনটিজে) দায়ী করছে। শ্রীলঙ্কা সরকার এ ঘটনার পর এনটিজেকে নিষিদ্ধ করেছে এবং এর শতাধিক লোককে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে লেফটেন্যান্ট জেনারেল মাহেশ সেনানায়েক বলেন, ‘সন্দেহভাজন হামলাকারীদের বিদেশ সফর দেখে মনে হচ্ছে, কোনো নেতৃত্ব বা নির্দেশনার ব্যাপার নিশ্চয়ই রয়েছে।’
হামলার আগে ভারতের দেওয়া তথ্য কেন আমলে নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে মাহেশ সেনানায়েক বলেন, গোয়েন্দা তথ্য বিনিময় হয়েছিল। কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে নির্দেশনা পর্যায়ে যে সমন্বয়ের ঘাটতি আছে আজ সেটা সবার কাছে পরিষ্কার। গোয়েন্দা বিভাগ, জাতীয় নিরাপত্তা বিভাগ এমনকি উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দও এর দায় এড়াতে পারেন না।