রাশিয়ায় মধ্য আকাশে বিমানে আগুন, শিশুসহ নিহত ৪১
রাশিয়ার রাজধানী মস্কোর সেরেমেতেভো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাওয়া একটি বিমানে মধ্য আকাশেই আগুন লেগে অন্তত ৪১ যাত্রী নিহত হয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে।
আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। গতকাল রোববার ওই বিমান দুর্ঘটনা ঘটে।
বিমান দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির বরাত দিয়ে সিএনএন জানায়, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। যুক্তরাষ্ট্রের এক নাগরিকও ওই দুর্ঘটনায় নিহত হন।
রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে জানায়, গতকাল রুশ বিমান সুপার জেট-১০০ মস্কোর সেরেমেতেভো বিমানবন্দর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুরমান্সকে যাওয়ার পথে উড্ডয়নের কিছু পরেই ওই দুর্ঘটনায় পড়ে। পরে পাইলট জরুরি ফিরে গিয়ে সেরেমেতেভো বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগেই মধ্য আকাশে বিমানটিতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, আরোহীরা জরুরি নির্গমন পথ দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকে দৌড়ে দূরে সরে যাচ্ছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটিতে ৭৩ যাত্রী ও পাঁচ ক্রুসহ মোট ৭৮ আরোহী ছিলেন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনা বিশেষভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন।