ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির লিবোর্নি শহরের পূর্বে জিরোঁদ অঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, জিরোঁদের প্রধান সড়কে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটির ধাক্কা লেগে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর পরই স্থানীয় উদ্ধারকর্মীরা ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।
নিহত বাসযাত্রীদের অধিকাংশই বয়স্ক বলে জানিয়েছে রয়টার্স। বাসযাত্রীদের মধ্যে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই বাসটি জিরোঁদ থেকে স্থানীয় একটি পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছিল। সংঘর্ষে ট্রাকচালকও মারা গেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে দুর্ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ‘ফ্রান্স শোকাচ্ছন্ন। এই দুর্ঘটনায় আমরা সবাই শোকাহত ও দুঃখ ভারাক্রান্ত।’