নাজিব রাজ্জাকের সমালোচনায় মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাজিব রাজ্জাক ঘুষ দেওয়ার জন্য সরকারি তহবিল থেকে অর্থ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মাহাথির মোহাম্মদ। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ সময় ক্ষমতায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রী এ দাবি করেছেন। মাহাথিরের সাবেক রাজনৈতিক মিত্র নাজিবের বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।
মালয়েশিয়ার সর্বোচ্চ ক্ষমতার জন্য নিজ দলেরই সহকর্মী নাজিব রাজ্জাকের প্রতি একসময় সমর্থন থাকলেও তা থেকে সরে এসেছেন মাহাথির মোহাম্মদ। সম্প্রতি দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, সরকারি অর্থ দিয়ে ঘুষ দেওয়ার কথা নাজিব রাজ্জাক তাঁর কাছে স্বীকারও করেছেন। একই সঙ্গে ঘুষ দেওয়া ঠিক বলে দাবি করেছেন তিনি। কয়েক মাস আগে মাহাথির মোহাম্মদের কাছে এসব কথা বলেন নাজিব রাজ্জাক।
সম্প্রতি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে জানা যায়, সরকারের উন্নয়ন তহবিল থেকে ৭০০ মিলিয়ন ডলার নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছিলেন নাজিব রাজ্জাক। বর্তমানে তিনি এ অভিযোগের বিরুদ্ধে লড়ছেন।
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সমালোচনা করে বলেন, তিনি সমর্থনের জন্য রাজনীতিবিদদের ঘুষ দিয়েছেন। আবার বিভিন্ন কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষকেও অর্থ দিয়েছেন। মাহাথিরের মতে, এটি সমর্থন অজর্নের পথ নয়, বরং এটি হলো ঘুষ দেওয়া। এভাবে অর্থ দিতে গেলে বিপুল অর্থ প্রয়োজন। আর এমন অর্থ জোগাড় করতে হয় দুর্নীতির মাধ্যমে।
মাহাথির মোহাম্মদ বলেন, নাজিব রাজ্জাকের সমর্থকরাই স্বীকার করেন, বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হয় তাঁর। শুধু সমর্থন অর্জনের জন্য তিনি অনেক অর্থ ব্যয় করতেন।