যমজ পুত্র সন্তান জন্ম দিয়েছেন ভ্লাদিমির পুতিনের ‘গোপন প্রেমিকা’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ সময়ের প্রেমিকা হিসেবে পরিচিত সাবেক জিমন্যাস্ট আলিনা কাবাইভা সম্প্রতি যমজ পুত্র সন্তান জন্ম দিয়েছেন বলে আন্তার্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে আলিনার কাছ থেকে এখনো কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।
সাবেক জিমন্যাস্ট আলিনার একটি ঘনিষ্ঠ সূত্র ভ্লাদিমির পুতিনের সাথে তাঁর গোপন সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এই গোপন ব্যাপারে এখনই কোনো মন্তব্য করব না।’
খবরে বলা হয় কুলাকভ রিসার্চ সেন্টার ফর অবেস্টট্রিকস, গাইনেকোলজি এবং পেরিনেটোলজিতে আলিনার সিজার সম্পন্ন করা হয়।
রাশিয়ার একটি স্বনামধন্য দৈনিক মস্কোভস্কাই কমসমোলেটস তাদের ওয়েবসাইটে আলিনার যমজ সন্তান জন্ম দেওয়ার খবরটি প্রকাশ করার কিছুক্ষণ পর আবার তা সরিয়ে ফেলেছে।
তা ছাড়া, রাশিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসের এক অনুসন্ধানী সাংবাদিক সেরজেই কানেভ জানান, আলিনা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ ছেলের জন্ম দিয়েছেন।
সেরজেই কানেভ আরো জানান, সিজারের সময় মেডিক্যাল টিমের অর্ধেক ডাক্তারকে ডেলিভারি ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়েছিল। চিকিৎসাকেন্দ্রের পরিচালক জেন্নাগিয় সুখিখ এই সিজার পরিচালনা করেন। আর তাঁকে সহযোগিতা করেন ইতালির একজন বিখ্যাত ডাক্তার। তবে তিনি ইতালির ডাক্তারের নাম প্রকাশ করেননি।