রাশিয়াকে ইউক্রেনের ২৪ সেনা সদস্য মুক্তি দেওয়ার আদেশ
একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আজ রাশিয়াকে তাদের দেশে আটক ইউক্রেনের ২৪ সেনা সদস্য ও জব্দ হওয়া তিনটি জাহাজ ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন।
গত বছরের নভেম্বরে ক্রিমিয়ার উপদ্বীপে রাশিয়া ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করেছিল এবং ইউক্রেনের ২৪ সেনা সদস্য আটক করেছিল। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি খবরে এ তথ্য জানা যায়।
কিন্তু মস্কো বলছে ইউক্রেনের জাহাজ রুশ জল সীমানায় নিয়ম বহির্ভূতভাবে ঢুকে পড়েছিল। তাই রাশিয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।
বিবিসির খবরে আরো বলা হয়েছিল, রুশ-বাহিনী সাগরে যেখানে দুদেশের অংশীদারিত্ব আছে সেখানে কের্চ স্ট্রেইট সেতুর নিচে ট্যাংকার স্থাপন করেছিল।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের মিটিংয়ের সময় প্রেসিডেন্ট পেদ্রো পোরেশেঙ্কো রাশিয়ার এমন আচরণকে ‘বিনা উসকানিতে এবং উন্মত্ত’ বলে বর্ণনা করেছিলেন।
কৃষ্ণ সাগরে এবং ক্রিমিয়ার উপকূলে আজোভ সাগরে উত্তেজনা সম্প্রতি আরো বেড়েছে।
এদিকে ইউক্রেন বলছে, রাশিয়া জাহাজের পথ আটকানোর চেষ্টা করে, যদিও এরপর নৌযানগুলো কের্চ স্ট্রেইটের উদ্দেশে চলছিল কিন্তু ট্যাংকার দ্বারা বাধাপ্রাপ্ত হয়।