ইন্দোনেশিয়ায় পানশালায় আগুন, ১৭ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় একটি পানশালায় আগুন লেগে অন্তত ১৭ জন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির সুলাওসি দ্বীপে ‘কারাওকে বার’ নামক এক পানশালায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির অগ্নিনির্বাপক দপ্তর ও পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সুলাওসি দ্বীপের রাজধানী মানদোয় ইনুলের ‘ভিজতা ক্লাব’ নামে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগে। এ সময় ওই পানশালাটির বিভিন্ন কক্ষ ও করিডরগুলো আগুন ও ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
এ সময় লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর প্রচেষ্টা চালায়। এই হুড়াহুড়িতে পদপৃষ্ট এবং শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই চার নারীসহ মোট ১২ জন মারা যায়। এরপর হাসপাতালে মারা যায় আরো সাতজন।