ছোট পোশাক পরে অফিসে এলে বোনাস পাবেন নারীকর্মীরা!
খুব সেজেগুজে আর ছোট স্কার্ট পরে অফিসে এলে বেতনের বাইরে অতিরিক্ত বোনাস হিসেবে প্রতি মাসে নগদ টাকা পাবেন নারীকর্মীরা।
আজব হলেও ঘটনা সত্য। রাশিয়ার টেটপ্রফ নামে একটি কোম্পানি চায় অফিসের সব নারীকর্মী ছোট স্কার্ট পরে কর্মস্থলে আসুক।
নারীকর্মীদের প্রতি কোম্পানিটির এমন প্রস্তাবের পর রীতিমতো তোপের মুখে পড়েছে কোম্পানিটি।
সংবাদমাধ্যম সিএনএন তাদের সংবাদে জানায়, টেটপ্রফ একটি অ্যালুমিনিয়াম উৎপাদন কোম্পানি এবং আগামী ৩০ জুন পর্যন্ত তাদের 'ফেমিনিটি ম্যারাথন' প্রচারণা চলবে।
এটি তাদের নারীকর্মীদের স্কার্ট বা এ ধরনের পোশাক পরে অফিসে আসতে উদ্বুদ্ধ করার প্রচারণা।
তাঁরা বলছেন, যেসব নারীকর্মী স্কার্ট পরবেন, তাঁদের তারা নিয়মিত বেতনের বাইরে একশ রুবল বা দেড় মার্কিন ডলার করে অতিরিক্ত অর্থ দেবে।
স্কার্ট বলতে এখানে হাঁটু থেকে পাঁচ সেন্টিমিটারের বেশি বড় নয়, এমন পোশাকের কথা বলছে কোম্পানিটি।
আর বোনাস পেতে হলে অফিসে এসে নিজের একটি ছবি তুলে পাঠাতে হবে কোম্পানিকে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ একে নারীদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগ করছেন।