সিরিয়ায় গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত
সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তরাঞ্চলীয় আলেপ্পোর আজাজ শহরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
রোববার স্থানীয় সময় এশার নামাজের দিকে শহরের একটি বাজার ও মসজিদসংলগ্ন এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার নেপথ্যে কারা আছে, তা এখনো জানা যায়নি।
নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবক্ষেক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের আগ মুহূর্তে অনেকেই আসন্ন ঈদের বাজার, ইফতার ও নামাজ শেষে মসজিদ থেকে ফিরছিলেন। শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায় আশপাশের বেশ কিছু দালানে।
২০১৬ সাল থেকে আজাজ শহরে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অভিযান পরিচালনা করছে তুরস্ক।